দেশ ব্রেকিং নিউজ

হোয়াটসঅ্যাপকে সুপ্রিম ভর্ৎসনা

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে নোটিস পাঠিয়ে তাদের নতুন গোপনীয়তা নীতি সম্পর্কে জানতে চাইল সুপ্রিম কোর্ট। এমনকী সুপ্রিম কোর্ট লিখিতভাবে নতুন গোপনীয়তা নীতি সম্পর্কে জানাতে বলেছে ফেসবুক–হোয়াটসঅ্যাপকে। এমনকী বলা হয়েছে, তারা যে ব্যবহারকারীর কোনও মেসেজ পড়ে না অথবা কারও সঙ্গে শেয়ার করে না, সে সবও লিখিতভাবে জানাতে হবে।
হোয়াটসঅ্যাপের নতুন গোপনীয়তা নীতি ভারতীয় নাগরিকদের প্রতি বৈষম্যমূলক বলে বর্ণনা করা হয়েছে। ওই আবেদনের শুনানিতেই প্রবীণ আইনজীবী শ্যাম দেওয়ান আবেদনকারীর পক্ষে সওয়াল করেন। প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের কাছে তিনি বলেন, ‘‌আমরা ২০১৬ সালেও হোয়াটসঅ্যাপের নীতি চ্যালেঞ্জ করেছিলাম। এই বিষয়টি সাংবিধানিক বেঞ্চের কাছে বিচারাধীন। সেটার জন্য অপেক্ষা না করেই হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন নীতি নিয়ে এসেছে।’‌
প্রধান বিচারপতি তখন হোয়াটসঅ্যাপের আইনজীবীকে বলেন, ‘‌আপনি ২–৩ ট্রিলিয়নের সংস্থা হতে পারেন। কিন্তু মানুষ নিজের গোপনীয়তার মূল্যকে গুরুত্ব দেয় এবং অধিকার রয়েছে। এই আদালত আমাদের গোপনীয়তাটিকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছে। আমরা এটাকে রক্ষা করতে বদ্ধপরিকর।’‌
হোয়াটসঅ্যাপের আইনজীবী কপিল সিব্বল এবং অরবিন্দ দত্ত দাবি করেন, এখানে কারও মেসেজ পড়ে দেখা হয় না। তখন আদালত তাঁদের লিখিত ভাবে এই বক্তব্য জমা দিতে বলে। বিচারপতিরা শুনানি ৪ সপ্তাহের জন্য স্থগিত করে বলেন, ‘‌শুনানি এখানে হবে না কি, দিল্লি হাইকোর্টে হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’‌
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানান, নতুন প্রাইভেসি পলিসি আনা হচ্ছে। যেখানে ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সমস্ত তথ্য ভাগ করে নেওয়া হবে। এই আপডেটের ফলে মেসেজিং প্ল্যাটফর্ম থেকেও কেনাকাটা করা এবং ব্যবসায়িক সহযোগিতা আরও সহজ হবে। তখনই প্রবল চাপের মুখে নতুন গোপনীয়তা নীতি থেকে সরে দাঁড়ায় হোয়াটসঅ্যাপ।