করোনার সঙ্গে যাঁরা নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করছেন তাঁরা হলেন দেশের চিকিৎসক, নার্স স্বাস্থ্যকর্মী, পুলিশ সবাই। অভিযোগ, চিকিৎসকরাই নাকি বেতন পাচ্ছেন না। দেশের সর্বোচ্চ আদালতের সামনে এসেছে এমনই রিপোর্ট। তাতেই উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, ‘করোনার সঙ্গে যুদ্ধে দেশ কোনও অসন্তুষ্ট যোদ্ধা চায় না।’ একইসঙ্গে শুক্রবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু সরকারের কাছে করোনা রোগীর চিকিৎসার জন্য হাসপাতালের পর্যাপ্ত বেড, স্বাস্থ্যকর্মীর সংখ্যা এবং পরিকাঠামোগত তথ্য চেয়ে নোটিশ জারি করল।
সুপ্রিম কোর্ট এই রাজ্যগুলির মুখ্যসচিবদের করোনা রোগীর চিকিৎসা পরিচালনা ব্যবস্থার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং যথাযথ প্রতিবেদন জমা দিতে বলে। এমনকী বিভিন্ন রাজ্যে করোনা রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। মামলা দায়ের হয়েছে সর্বোচ্চ আদালতে। তার শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট আক্ষেপ করে বলে, ‘করোনা রোগীর সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে।’
পাশাপাশি চিকিৎসকদের সুযোগ, সুবিধা, অসুবিধা সবদিকে আরও বেশি করে নজর দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তাঁদের কী প্রয়োজন, না প্রয়োজন, সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ করার জন্য কেন্দ্রকে বলেছে আদালত। হায়দরাবাদ ও দিল্লিতে বহু চিকিৎসক বেতন পাচ্ছে না বলেও সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। দিল্লিতে চিকিৎসকেরা তিন মাসের উপরেও বেতন পাননি বলে খবরে প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানায়, ‘চিকিৎসকদের বেতন নিয়ে এই ধরনের ঘটনা অনভিপ্রেত। দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। এই বিষয়ে আগেই নজর দেওয়া উচিত ছিল। তার জন্য আদালতের প্রয়োজন নেই। সরকারের এটা দেখা উচিত। করোনার সঙ্গে যুদ্ধে দেশ কোনও অসন্তুষ্ট যোদ্ধা চায় না।’ এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার।