দেশ ব্রেকিং নিউজ

গুজরাট সরকারকে নোটিশ দিল শীর্ষ আদালত

বিলকিস বানো ধর্ষণ কাণ্ডে ১১ জন দোষীর মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় গুজরাট সরকারকে নোটিশ দিল শীর্ষ আদালত। ১১ জন ধর্ষকের মুক্তি নিয়ে গুজরাটের বিজেপি সরকারকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দু’সপ্তাহ পর আবার এই মামলার শুনানি হবে। তার মধ্যেই হলফনামা জমা দিতে হবে গুজরাট সরকারকে।

বিলকিস বানোকে ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত এই
১১ জন দোষীকে স্বাধীনতা দিবসের দিনই জেল থেকে মুক্ত করেছে গুজরাট সরকার। মুক্তির জন্য শীর্ষ আদালতে আবেদন জানয় এক অপরাধী। স্বাধীনতা দিবসের দিন গোধরা সাব জেলের সামনেই মালা এবং মিষ্টি নিয়ে তাঁদের মুক্তি উদযাপন করা হয়। তারপর থেকেই উত্তাল জাতীয় রাজনীতি।

২৩ আগস্ট, মঙ্গলবার বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য সুভাষিণী আলি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্ররা। মামলাটি উত্থাপন করেন আইনজীবী অপর্ণা ভট্ট।

প্রসঙ্গত, ২০০২ সালে গোধরা কাণ্ডের পর গুজরাতে সাম্প্রদায়িক অশান্তি চলাকালীন ৩ মে দাহোড় জেলার দেবগড় বারিয়া গ্রামে ভয়াবহ হামলা চালানো হয়। গ্রামের বাসিন্দা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। খুন করা হয় তার বাড়ির ৭ জন সদস্যকে। যার মধ্যে ছিল তার ৩ বছরের শিশুও।