দেশ লিড নিউজ

কৃষি–বিল নিয়ে কেন্দ্রকে সুপ্রিম নোটিশ

সংসদের বাদল অধিবেশনে পাশ হওয়া তিনটি কৃষি আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। এবার সেই আবেদনের ভিত্তিতে সোমবার কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদে আগামী ৬ সপ্তাহের মধ্যে অ্যাটর্নি জেনারেলকে ওই আবেদনগুলির সূত্রে উপযুক্ত উত্তর দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
আবেদনকারীদের মতে, কৃষি–বাণিজ্য সম্পর্কিত কৃষি আইনের এই সংশোধনীগুলি সংবিধানের পরিপন্থী। কৃষি এবং কৃষি–বাণিজ্য কেন্দ্রের অধীনস্থ নয়। এই বিষয়গুলিতে রাজ্যের একচেটিয়া অধিকার রয়েছে। যে কারণে সংবিধানের আওতায় পাওয়া মৌলিক অধিকারের পরিপন্থী এই সংশোধন। মনোহর লাল শর্মার করা আবেদনে তিনি লেখেন, এই বিল কার্যকর হলে কৃষকেরা তাঁদের জমিজমা, শস্য ও স্বাধীনতা সবই কর্পোরেট হাউসগুলির খপ্পরে তুলে দিতে বাধ্য থাকবে। এই বিল দেশের কৃষক সম্প্রদায়কে ধনেপ্রাণে মেরে ফেলবে। যদিও কোর্ট তাঁর আবেদনের মধ্যে কোনও কজ অফ অ্যাকশন খুঁজে পায়নি। ফলে মনোহরকে তাঁর আবেদন প্রত্যাহার করে নিয়ে নতুন করে আবেদন করার কথা বলে সর্বোচ্চ আদালত।
আবেদনকারীদের মধ্যে অন্যতম কিষান কংগ্রেসের আইনজীবী কে পরমেশ্বর অভিযোগ করেন, কেন্দ্রীয় আইন কার্যকরের ফলে মান্ডি ব্যবস্থাপনা নিয়ে ছত্তিশগড়ের নিজস্ব আইন বাতিল হয়ে যাচ্ছে। এই আইনগুলিকে বিভিন্ন রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই চ্যালেঞ্জ করা হয়েছে। তখন প্রধান বিচারপতি জানান, তিনি সংশ্লিষ্ট হাইকোর্টের সঙ্গে এই বিষয়ে উপযুক্ত আলোচনা করবেন।