রাজ্য লিড নিউজ

Supreme Court: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। শুক্রবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। তবে এদিনও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার কোনও নিষ্পত্তি হয়নি। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ আগামী ১৪ জুলাই মামলার শুনানির দিন ধার্য করেছে। এদিন সর্বোচ্চ আদালতে ডিএ মামলার শুনানি হবে, এমনটাই আশা করছিলেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু, ফের একবার পিছিয়ে গেল মামলার শুনানি। এই নিয়ে টানা সাত বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।

উল্লেখ্য, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আড়াই মাসের বেশি সময় ধরে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘদিন ধরে ধর্মতলার শহিদ মিনারে চলেছে তাঁদের আন্দোলন। মাস খানেক আগে তাঁরা অনশনও শুরু করেছিলেন। এর আগে গত ১৫ মার্চ ডিএ মামলার শুনানি পিছিয়ে ২১ মার্চ সময় দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেসময় চূড়ান্ত শুনানির আশায় দিল্লি গিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু ওইদিনও তাঁদের আশাহত হতে হয়।

সর্বোচ্চ আদালত জানায়, আগামী ১১ এপ্রিল এই মামলার শুনানি হবে। এরপর ফের পিছিয়ে যায় এই মামলার শুনানি। আগামী ২২ মে শীর্ষ আদালতে গরমের ছুটি পড়ে যাচ্ছে। গরমের ছুটি কাটিয়ে ৩ জুলাই সুপ্রিম কোর্ট খুলবে। তারপরেই ডিএ মামলা শুনবে সর্বোচ্চ আদালত।