অবশেষে শূন্যপদের অবসান হল। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগ ঘিরে গত কয়েক মাস ধরেই চলছে বিতর্ক। সেই সংঘাতের আবহেই আরও দু’জন নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। অবশেষে দুই বিচারপতি নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে বিচারপতির কেন্দ্রীয় সরকার এলাহাবাদ এবং গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি যথাক্রমে রাজেশ বিন্দাল এবং অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে চলতি মাসের ৬ তারিখ ওই দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে সুপারিশ করেছিল। এই নিয়ে মোট ৭ জন নতুন বিচারপতি যুক্ত হল সুপ্রিম কোর্টে।
উল্লেখ্য, এই বিচারপতিরা দেশের শীর্ষ আদালতে দায়িত্বভার গ্রহণ করলে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা হবে ৩৪। অনুমোদিত সংখ্যা ৩৬। এই অনুমোদিত বিচারপতির সংখ্যার মধ্যে দেশের প্রধান বিচারপতিও রয়েছেন। এর আগে, জানুয়ারির শেষ সপ্তাহেই কলেজিয়ামের তরফে বিচারপতির তালিকায় দু’টি নাম সুপারিশ করা হয়েছে। তাঁদের মধ্যে একজন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং অন্যজন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার।