করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই সুপ্রিম কোর্টে জানিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিএমএ)। তারা বলেছিল, প্রতিটি রাজ্যকে তাদের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু, বিতর্ক দানা বেঁধেছিল মৃত্যুর শংসাপত্রে কোভিড না লেখা নিয়ে।
সেই প্রেক্ষিতে শীর্ষ আদালত জানাল, শংসাপত্রে করোনায় মৃত্যুর কথা লেখা না থাকলেও কোনও রাজ্য এই ক্ষতিপূরণ অস্বীকার করতে পারবে না। এমনকী, আবেদনের ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট রাজ্যকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বরাদ্দ অর্থ তুলে দিতে হবে। আমজনতা যাতে এই প্রকল্প সম্পর্কে জানতে পারে, সেজন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে ভালোভাবে বিজ্ঞাপন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এনএমডিএ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দিলেও সমস্যা বেঁধেছে ইতিমধ্যেই ইস্যু করা মৃত্যুর শংসাপত্র নিয়ে। এই বিষয়ে বিচারপতি এম আর শাহ এবং এ এস বোপান্নার বেঞ্চ জানিয়েছে, ডেথ সার্টিফিকেট নিয়ে কোনও পরিবারের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে পারে। সেক্ষেত্রে আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর শংসাপত্র সংশোধন করা যাবে। তারপরেও ওই পরিবার সন্তুষ্ট না হলে গ্রিভান্স রিড্রেসাল কমিটির কাছে যেতে পারে। সেইমতো রিড্রেসাল কমিটি ৩০ দিনের মধ্যে মৃতের মেডিক্যাল রেকর্ড পরীক্ষা করবে। তারপর ক্ষতিপূরণের নির্দেশ দেবে।