এবার মণিপুর হিংসা মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। শনিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মনিপুরের ২৭ টি মামলার সাক্ষীদের বয়ান নেওয়া হবে। সিবিআই ওই ২৭টি মামলার তদন্ত করছে। মণিপুরে সাক্ষীদের বয়ান গ্রহণ করার পর সেই রেকর্ডিং পাঠিয়ে দিতে হবে অসমের নির্দিষ্ট আদালতে।
অসমে বিচার প্রক্রিয়া স্থানান্তরিত করার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, তার ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে একটি চিঠি পাঠিয়েছিলেন মণিপুরের রেজিস্ট্রার জেনারেল। সেই চিঠি দেওয়ার পরই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি মণিপুরের যৌন হেনস্থার মামলার ক্ষেত্রে অভিযুক্তদের চিহ্নিত করা জরুরি বলেও শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে।।
প্রসঙ্গত, গত ৩ মে একটি মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনার সূত্রপাত উত্তরপূর্বের এই রাজ্যে৷ মেইতেই জনজাতিকে তফশিলি উপজাতিভুক্ত করার বিরোধিতা করছে কুকি সম্প্রদায়৷ আর এ নিয়ে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷