রাজ্য লিড নিউজ

গ্রেফতারিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, ইডির হেফাজতেই থাকছেন মানিক

এবার সুপ্রিম কোর্টে ধাক্কা মানিকের। সোমবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর মানিককে গ্রেফতার করে ইডি। মঙ্গলবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন আদালত।

এই গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। সেই মামলাতে এখনই হস্তক্ষেপ করতে চাইছে না শীর্ষ আদালত। বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে মানিকের মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্টে মানিকের আইনজীবীর দাবি, বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে মানিককে। সর্বোচ্চ আদালত রক্ষাকবচ দিয়েছে মানিক ভট্টাচার্যকে। তারপর কেন গ্রেফতার করা হল তাঁকে? মামলার শুনানিতে বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ জানায়, এই মামলায় এখনই হস্তক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট। ফলে ইডি হেফাজত থেকে মুক্তি মিলল না মানিকের।

এদিকে হেফাজতে পাওয়ার পরেই রাতভর মানিককে জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডি সূত্রে খবর, এখনও তদন্তে অসহযোগিতা করছেন মানিক। তবে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে মনে করছেন ইডি আধিকারিকরা।

এবার প্রশ্ন উঠছে, এবার পার্থ চট্টোপাধ্যায়কেও কি ফের ইডি নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে? উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-মানিক দুর্নীতির বড় মাথা বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি।

উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। কয়েক দফা ইডি হেফাজতের পর বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। তবে, রাজনৈতিক মহলের মতে, মানিক গ্রেফতার হওয়ার পরেই ফের নতুন করে পার্থকে ইডি হেফাজতে নেওয়ার তোড়জোড় শুরু হতে পারে। এখন তদন্তের স্বার্থের ‘মানিকজোড়’কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী দল। যদিও তার জন্য ইডিকে ফের আদালতে আবেদন জানাতে হবে।