এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি হল না সোমবার। আগামীকাল মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সব পক্ষের বক্তব্য শুনতে চায় আদালত।
সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ বাতিল মামলার শুনানি ছিল। শীর্ষ আদালতের দিকে তাকিয়ে ছিলেন প্রায় ২৬ হাজার চাকরিহারা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মুজমদার জানিয়েছিলনে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব। তিনি আরও জানান, কমিশন যোগ্য প্রার্থীদের পাশে আছে।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টে আপাতত শুধু পরিসংখ্যান পেশ করতে চলেছে এসএসসি। সংখ্যা দিয়ে যোগ্য-অযোগ্যদের ফারাক বোঝাবে কমিশন। সুপ্রিম কোর্ট চাইলে পরে তালিকা পেশ করবে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।