দেশ লিড নিউজ

Supreme Court: আজ দেশের প্রধান বিচারপতি পদে শপথ চন্দ্রচূড়ের

আজ দেশের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কিছুদিন আগেই দেশের বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিত তাঁর উত্তরসূরী হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেন। তারপরই তাঁকে এই পদে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

চলতি বছরের নভেম্বর মাসেই অবসর নেবেন বিচারপতি ইউ ইউ ললিত। দেশের প্রধান বিচারপতি পদে ললিতের মেয়াদ ছিল মাত্র ৭৪ দিন। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি চন্দ্রচূড়।

ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। চলতি বছরের ২৭ আগস্ট প্রধান বিচারপতি পদে শপথ নেন তিনি। নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের নির্ধারিত বয়স ৬৫। সেকারণেই আগামী ৮ নভেম্বর ৬৫ বছরে পা দেওয়ার পরই অবসর নেবেন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত।

আইনজীবী থাকাকালীন মূলত অপরাধ সংক্রান্ত মামলা নিয়েই কাজ করেছেন উদয় ইউ ললিত। যে বিশেষ বিচারবিভাগীয় বেঞ্চ তিন তালাক প্রথাকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেছিল, তার অন্যতম সদস্য ছিলেন উদয় ইউ ললিত। ২০১৭ সালে অগস্ট মাসে পাঁচ বিচারপতির বেঞ্চ ওই মামলার রায় দিয়েছিলেন।

অন্যদিকে প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরুর প্রথম দিনেই রেকর্ড গড়েছিলেন বিচারপতি ললিত। সুপ্রিম কোর্টে একদিনে মোট পাঁচশোর কাছাকাছি মামলার নিষ্পত্তি হয়েছিল।
মেমোরেন্ডাম অফ প্রসিডিওর অনুসারে, দেশের প্রধান বিচারপতি তার উত্তরাধিকারী হিসাবে সুপ্রিম কোর্টের সবথেকে বরিষ্ঠ বিচারককের নাম পাঠান। সিজেআই-এর সুপারিশ পাওয়ার পরই আইনমন্ত্রী সেই সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন। এরপর তিনি নতুন নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতিকেও পরামর্শ দেন।