বিনোদন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুপারস্টার রজনীকান্ত

তিন দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুপারস্টার রজনীকান্ত। মস্তিষ্কে ঠিকমতো রক্ত সঞ্চালন না হওয়ায় তার অস্ত্রোপচার করে রক্ত প্রবাহ স্বাভাবিক করেন চিকিৎসকরা। রবিবার রাতে হাসপাতাল থেকে বৃষ্টি মাথায় নিয়েই বাড়ি ফেরেন থালাইভা।

গত ২৮ অক্টোবর শারীরিক সমস্যা নিয়ে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হন। রুটিন চেক-আপ করতেই হাসপাতালে গেলেও পরে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, সুপারস্টারের ক্যারোটিড আর্টারি রিভাসকুলারাইজেশন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের বড়দিনেও আচমকা রক্তচাপজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছিলেন রজনীকান্ত। তখনও তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

রবিবার, হাসপাতাল থেকে ছাড়া পেলেও অনেক নিয়ম মানতে হবে রজনীকান্তকে। খুব পরিশ্রমের কাজ কয়েক দিন করতে পারবেন না তিনি। সুতরাং, শুটিংয়ের কাজও কিছুদিন বন্ধ রাখতে হবে।