শত হতাশার মাঝে কিছুটা আশার আলো দেখিয়েছেন শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। তিনি বলেন, “করোনাভাইরাসের ক্ষেত্রে গ্রীষ্ম আমাদের জন্য একটি সুখবর নিয়ে আসে যা বর্ষা কিংবা শীতকাল দিতে পারে না। আর সেই সুখবর হলো সূর্যের আলো ও তাপ করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম, তা আমরা নিশ্চিত হতে পেরেছি।”
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সস্টাগ্রামে হলিউড অভিনেতা ম্যাথিউ ম্যাক্কনাহেই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন ফাউচি।
ম্যাথিউ প্রশ্ন করেন, “সূর্যের আলো কী করোনাভাইরাস ধ্বংস করতে পারে?”
জবাবে ফাউচি বলেন, “হ্যাঁ করে। আর এজন্যই দিনের বেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরের বাইরে রোদ পোহানো, শরীরচর্চা কিংবা দৈনন্দিন কাজ করাটা সবসময় বদ্ধ ঘরে বসে থাকার তুলনায় শ্রেয়।”
সাক্ষাৎকারে সূর্যের আলোর ভাইরাস নিষ্ক্রিয় করার অন্যান্য গুণাগুণ নিয়ে বিস্তারিত বলেন ওই চিকিৎসক। একাধিকবার বলেন, “ঘরে থাকার চেয়ে বাইরে থাকা সবসময়ই ভালো। তাই বলে সামাজিক দূরত্বের কথা ভুলে গেলে কিন্তু চলবে না ”