রাজ্য

‘‌সুনীল মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে’‌

শনিবারই সুনীল মণ্ডলের কপালে শনি নেচেছিল। তাই শুভেন্দু অধিকারীর পর এবার সুনীল মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করছে বঙ্গ–বিজেপি। হেস্টিংস এলাকায় বিজেপি’‌র দপ্তরে যাবার সময় তৃণমূল কর্মীদের কাছে সুনীল মণ্ডলের গাড়ি ঘেরাও এবং হামলার শিকার করা হয়েছিল বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় জানান, ‘সুনীল মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে লিখিত আর্জি জানানো হয়েছে। দ্রুত তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে।’ এই ঘটনায় অমিত শাহকে নালিশ করেছেন তিনি।
উল্লেখ্য, দলবদলের পর হেস্টিংসে বিজেপি’‌র দপ্তরে সংবর্ধনা নিতে আসেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। কার্যালয়ে ঢোকার মুখে তাঁর গাড়িকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে এলাকায়। চলে বিক্ষোভ, সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি–তৃণমূল সমর্থকরা। গেরুয়া শিবিরের দাবি, হেস্টিংসে তাদের দলের কার্যালয়ে সামনে সকালে হঠাৎ করে পথসভার জন্য মঞ্চ বাঁধে তৃণমূল। মঞ্চের জন্য কার্যত আটকে যায় পার্টি অফিসে ঢোকার রাস্তা! বিজেপি পার্টি অফিসের সামনে মাইক বেঁধে তারস্বরে মা–মাটি–মানুষের গানও বাজানো হয় বলে অভিযোগ।
গত ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। দলবদল করার আগে পাইলট কার–সহ রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছেড়ে দেন শুভেন্দু। তাঁর জন্য বুলেটপ্রুফ গাড়ি–সহ কেন্দ্রীয় নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখন জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন শুভেন্দুবাবু। সুনীলকে কোন পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়, এখন সেটাই দেখার।