ফের বিয়ে ভাঙছে জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের? বিষয়টি নিয়ে বি টাউন জুড়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।
সূত্রে প্রকাশ, প্রযোজক স্বামী হিতেশ সোনিকের সঙ্গে সুনিধির মতবিরোধ শুরু হয়েছে। দুজনের মনোমালিন্য চলছে। তবে কী নিয়ে দুজনের লড়াই শুরু হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
হিতেশ সোনিক জানান, এসব বাজে খবর। রটনা করা হয়েছে। সুনিধি এবং তিনি একই ছাদের তলায় সংসার করছেন। লকডাউনের জেরে দুজনে মিলে কাজ ভাগ করে নিয়ে দিব্যি সংসার করছেন ছেলে তেঘকে নিয়ে।
এদিকে, সুনিধি চৌহান বিষয়টা এড়িয়ে যান। কোনো উত্তর দিতে চাননি। সুনিধি কেন বিচ্ছেদ নিয়ে প্রশ্ন এড়িয়ে যান, সে বিষয়ে হিতেশ জানান, এসব অহেতুক বিষয় নিয়ে তার স্ত্রী কোনো দিনই মাথা ঘামান না। তাই চুপ করে রয়েছেন।
প্রসঙ্গত, ২০১২ সালে প্রযোজক হিতেশ সোনিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুনিধি চৌহান। ২০১৮ সালে তাদের সন্তান তেঘের জন্ম হয়। ছেলেকে নিয়ে প্রায়শই নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন সুনিধি।
কোরিওগ্রাফার ববি খানের সঙ্গে বিয়ের এক বছরের মধ্যেই সুনিধির প্রথম সংসার ভেঙে যায়। প্রথম বিয়ে ভাঙার পর হিতেশকে নিয়ে করেন গায়িকা। বিচ্ছেদর গুঞ্জন প্রকাশ্যে এলে হিতেশ জানান, সুনিধি অত্যন্ত ভাল মনের একজন মানুষ। নিজের কেরিয়ারের সঙ্গে কীভাবে সংসারকে সমানতালে সামলাতে হয়, তা সুনিধি তাকে শিখিয়েছেন বলেও স্ত্রীর প্রশংসা করেন হিতেশ সোনিক।