আগামী রবিবার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতি রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ১৩০ টি মেট্রো চলে। কিন্তু পরীক্ষার জন্য শুধুমাত্র ওই দিনটিতে চলবে ১৪৬টি মেট্রো। অন্যান্য দিনের তুলনায় দু’ঘণ্টা আগে থেকেই চালু হয়ে যাবে পরিষেবা।
মেট্রো রেল সূত্রে খবর, অন্যান্য দিন রবিবারগুলিতে সকাল ৯টায় কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চালু হয়। তবে আগামী রবিবার সকাল সাতটা থেকেই চালু হয়ে যাবে মেট্রো। পরীক্ষার্থীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শেষ পরিষেবার কোনও পরিবর্তন নেই।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “২৮ মে রবিবার সিভিল সার্ভিস পরীক্ষা হবে। এই জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী পাওয়ার ব্লকের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি আপাতত বাতিল করা হয়েছে। ওইদিন অর্থাৎ রবিবার আমরা ১৪৬ ট্রেন চালাচ্ছি। যেটা সাধারণত আমরা ১৩০টি ট্রেন চালিয়ে থাকি। প্রথম ট্রেন চালু হবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে সকাল সাতটায়। এটা সাধারণত রবিবার দিন সকাল ন’টায় চালু হয়। তবে শেষ ট্রেনটি রাত্রি ৯টা ২৭ মিনিটে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরে থাকছে।”