ব্রেকিং নিউজ রাজ্য

সুন্দরবন বাঁচাতে পাঁচ কোটি ম্যানগ্রোভ চারা বসাবে বন দফতর

বিশেষজ্ঞরা বলেন, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের হাত থেকে সুন্দরবনকে বাঁচিয়ে দিয়ে আসছে এখানকার ম্যানগ্রোভ অরণ্য। তবে আমফান ও ইয়াসের মতো পরপর দুটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ম্যানগ্রোভ অরণ্যের। এই ক্ষতি এড়াতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুন্দরবনের নদীর পাড় ও খাসজমিতে ৫ কোটি ম্যানগ্রোভের চারা রোপণ করার সিদ্ধান্ত নিল বন দফতর। এর জন্য রাজ্যের ১৩টি নার্সারিতে ছয় প্রজাতির ম্যানগ্রোভ চারা তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। যা সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সুন্দরবনের বিভিন্ন নদীর পাড় এবং সংরক্ষিত এলাকা বসানোর কাজ চলবে।

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই ব্যাপারে জানিয়েছেন, আমফান ঝড়ের পর প্রচুর ম্যানগ্রোভ লাগানো হয়েছিল সুন্দরবনে। কিন্তু ইয়াসের পর তার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আবার ক্ষতিগ্রস্ত ম্যানগ্রোভ অরণ্য পুনর্গঠনের কাজ শুরু করেছি। বন দফতর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, সব মিলিয়ে জেলায় প্রায় ১৯০২ হেক্টর জমিতে ম্যানগ্রোভ চারা লাগানো হবে। পুরো কাজটাই করবে বনদফতর। এরজন্য বন দফতরকে ম্যানগ্রোভ লাগানোর জন্য ১০৯৪ হেক্টর খাসজমি বরাদ্দ করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

 

আগামী সেপ্টেম্বর মাস থেকে সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, বাসন্তী, গোসাবা সহ দক্ষিণ ২৪ পরগনার ১১টি ব্লকে চলবে এই বৃক্ষ রোপন। ১০০ দিনের কাজে স্থানীয় লোকজন এই কাজ করবে।