প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে সাংসদ অভিনেতা দেবকে তলব ইডির। সমস্ত নথি নিয়ে ২১ ফেব্রুয়ারি দিল্লিতে দেখা করতে বলা হয়েছে দেবকে।
আসন্ন লোকসভায় ফের তৃণমূলের প্রার্থী হবেন কি না তা নিয়ে দেব তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। দেবের মন্তব্যের কারণে জোরদার হয়েছিল এই জল্পনা।
এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন দেব। সেখান থেকে বেরিয়ে সোজা যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বৈঠক থেকে বেরিয়ে দেব বলেছিলেন, তিনি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি তাঁকে ছাড়বে না। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়েই হেলিকপ্টারে পাণ্ডুয়া যান। আর বৃহস্পতিবার ইডির নোটিশ পেলেন দেব।