অতিরিক্ত গরমে এগিয়ে এল স্কুলের গরমের ছুটি। গরমের ছুটি ১২ দিন বাড়ানো হল। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি। সোমবার বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ এই কথা জানিয়ে দিল।
রাজ্যে মোট ৭ দফাতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যে অধিকাংশ স্কুলেই নির্বাচনের বুথ হয়। ১৯শে এপ্রিল দেশে লোকসভা ভোট শুরু হচ্ছে। প্রথম দফায় রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট রয়েছে। তাই ঐসব জেলায় ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।
দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে। সে কারণে ওই তিনটি কেন্দ্র যে জেলার অধীনে সেখানে ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সমস্ত সরকারি স্কুল যেখানে বুথ হয় সেখানে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৬ মে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হবে। শেষ হবে ২ জুন। লোকসভা ভোট শেষ হবে ১ জুন।
গত বছর অতিরিক্ত তাপপ্রবাহের দ্বরুন রাজ্যের সরকারি স্কুলগুলিতে নির্ধারিত সময়ের আগে গরমের ছুটি ঘোষণা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। ২৪ মে থেকে গত বছর গরমের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও ২ মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল। পরে ১৫ জুন রাজ্য গরমের ছুটি ঘোষণা করেছিল। এবারও ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হচ্ছে গরমের ছুটি।