ব্রেকিং নিউজ রাজ্য

ফের বাড়ল গরমের ছুটি

ফের বাড়ল গরমের ছুটি। সোমবার, গরমের ছুটি বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের শিক্ষা দফতর। এর আগে ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটির সিদ্ধান্ত জানানো হয়েছিল। এবার আরও ১১ দিন তা বাড়িয়ে দিল শিক্ষা দপ্তর। আগামী ২৬ জুন পর্যন্ত রাজ্যের স্কুল গুলোতে গরমের ছুটি বহাল থাকবে।

দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বর্ষা প্রবেশ করে নি। তীব্র গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কার্যত সে কারণেই অসুস্থ হয়ে পড়ছেন একাধিক মানুষ। রবিবারই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গরমের ছুটি বাড়ানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। ছাত্র ছাত্রীদের শারীরিক অবস্থার কথা ভেবেই শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী। তারপর সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ছুটির মেয়াদ বৃদ্ধির কথা জানিয়ে দেয় শিক্ষা দপ্তর। তীব্র গরমে পড়ুয়াদের স্বার্থেই ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই নির্দেশিকায় জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে রাজ্যের শিক্ষা দফতর জানান হয়েছে, দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের বাকি সব জেলাতেই গরমের ছুটির মেয়াদ বাড়ানো হবে। পাহাড়ি জেলাগুলির স্কুলে পরবর্তী নির্দেশ না পৌঁছানো পর্যন্ত আগের শিক্ষাসূচী মেনে চলা হবে। তবে শুধু সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল নয়, বেসরকারি স্কুলগুলোকেও এই নির্দেশিকা মানতে বলা হবে।