দেশ লিড নিউজ

সুকন্যাকে তিহাড়েই কাটাতে হবে পুজো, কেষ্ট কন্যার জামিনের আবেদনের শুনানি পিছোল ৪ মাস

জেলবন্দি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল ৪ মাস। দিল্লি হাইকোর্টে সুকন্যার জামিনের আবেদনের পরবর্তী শুনানি হবে ২০২৪-এর ১০ জানুয়ারি।

এই আদালতেই জামিনের জন্য আবেদন করেছেন সুকন্যার পিতা অনুব্রত মণ্ডল। সেই জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৭ সেপ্টেম্বর। গরু পাচার মামলায় তিহাড়ে আপাতত বন্দি পিতা-পুত্রী।

নির্দেশ অনুযায়ী, এবছর আর জামিনের আবেদন করার সম্ভাবনা নেই। সামনের বছর জামিনের আবেদন করা যেতে পারে। অর্থাৎ এবছর সুকন্যাকে পুজো কাটাতে হবে তিহাড়ের কারাগারের অন্ধকারে।

অনুব্রত মণ্ডল পুজোর আগে জামিন পাবেন কিনা সে বিষয়ে কোনও নিশ্চয়তা মেলেনি। সেপ্টেম্বরের শেষদিকে সেই মামলার শুনানি রয়েছে। তারপরই মিলবে উত্তর।