উত্তপ্ত হাওড়া! হাওড়ার একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিন নিউটাউনের বাড়িতেই আটকানো হয়েছিল সুকান্ত মজুমদারকে। হাওড়া যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করল পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার সুকান্তবাবুর পূর্বঘোষিত কর্মসূচি ছিল হাওড়ায়। সেই অনুযায়ী নিজের নিরাপত্তারক্ষীদের সঙ্গে করে হাওড়া যাচ্ছিলেন তিনি।
সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার সকাল ১১ টা নাগাদ মনসাতলায় বিজেপির পার্টি অফিসে যাওয়ার কথা ছিল সুকান্তবাবুর। কিন্তু বাধা দেয় পুলিশ। এদিন পুলিশের সাথে সুকান্তবাবুর দেহরক্ষীদের হাতাহাতিও হয়। মূলত একদিন আগেই হাওড়ায় বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেয় দাঙ্গাকারীরা। আর সেই কারণেই হাওড়ায় যাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিতর্কিত মন্তব্যের জেরে শনিবারও উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া। উলুবেড়িয়ার মনসাতলায় অগ্নিদগ্ধ বিজেপি কার্যালয় পরিদর্শনে যান বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পথেই আটকানো হয় আরেক বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। তবে সেসব বাধা পেরিয়ে প্রিয়াঙ্কা পাঁচলায় পৌঁছে যান। পুলিশি নিরাপত্তার জেরে নিউটাউনের বাড়ি থেকে প্রথমে বেরতেই পারেননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে পরে তিনি জোর করেই বেরিয়ে বিদ্যাসাগর সেতু পর্যন্ত পৌঁছন। আর সেখানেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।