একের পর এক রহস্য মৃত্যুর ঘটনা টলিপাড়ায়। গত ১৫ মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ। তার ঠিক দশ দিন পর ২৫ মে বুধবার আবারো এক অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে এল। প্রয়াত অভিনেত্রীর নাম বিদিশা দে মজুমদার(২১)। বুধবার দমদমের নাগেরবাজার (Nagerbazar) এলাকার একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, বাবা মায়ের সঙ্গে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন বিদিশা (Bidisha De Majumdar)। মাত্র দেড় মাস আগেই ওই ফ্ল্যাটে এসে উঠেছিলেন তাঁরা।
পুলিস সুত্রে খবর, বিদিশার ফ্ল্যাটে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। একটি ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। একটি সুইসাইড নোটও (Suicide Note) উদ্ধার হয়েছে। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কি কারণে এই অভিনেত্রী আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে পুলিশ। অভিনেত্রীর পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেম প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা না কি পেশাগত কারণে তা তদন্ত করে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রাথমিক কারণ জানা যাবে।
অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুর সঙ্গে বিদিশার মৃত্যুর কোন যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পল্লবীর মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন বিদিশা। ফেসবুকে লিখেছিলেন, ‘মেনে নিতে পারলাম না’। অথচ তার ঠিক দশ দিন পর একই পরিণতি হল বিদিশারও। দুটি ঘটনা কাকতালীয় কিনা তা এখন তদন্ত সাপেক্ষ।
মডেলিং জগতে বেশ নাম করেছিলেন বিদিশা। ‘ভাঁড়: দ্য ক্লাউন’ নামে একটি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়।