গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে টালিগঞ্জে। মৃত বধূর নাম পূজা চন্দ(২০)। বুধবার রাতে বাড়ি থেকেই দেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পূজাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে পূজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁর শ্বশুরবাড়িতে অশান্তি চলছিল। মৃতার হাতের তালুতে লেখা ছিল তাঁর মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী।এই ঘটনায় পূজার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনায় পূজার বাবা টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ৩০৪ বি ধারায় মামলা শুরু করেছে পুলিশ। পণের জন্য শ্বশুরবাড়ি থেকে কোনও চাপ দেওয়া হচ্ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এক পুলিশকর্তা। এই ঘটনায় পূজার স্বামী এবং শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।