আত্মহত্যা কোন সমস্যার সমাধান হতে পারে না। এই বার্তা নিয়ে সাইকেলে চড়ে দেশের ২৪ টি রাজ্য ঘুরে অবশেষে নিজের বাড়ি ফিরলেন গাইঘাটার সঞ্জয় বিশ্বাস।
কিন্তু কেন এমন বার্তা সঞ্জয়ের?
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩২ বছরের যুবক সঞ্জয়ের উত্তরপ্রদেশে তিনটি মিষ্টির দোকান ছিল। একদা সেখান থেকে বাড়ি ফেরার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। সুস্থ হয়ে পরবর্তীতে ফিরে গিয়ে দেখেন তার দুটি দোকান সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আর একটিও প্রায় বন্ধ হওয়ার মুখে। হাজার চেষ্টা করেও সেটা বাঁচাতে না পেরে বাড়ি ফিরে আসেন সঞ্জয়। এরপর শুরু হয় নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই।
কিন্তু লকডাউন পড়ে যাওয়ায় তার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ভেঙে যায়। ফলে মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। সঞ্জয়ের কথায়, মানসিক সমস্যা এতটাই বেড়ে গিয়ে ছিল যে, তাকে ডাক্তারের পরামর্শ নিতে হয়েছিল। সে সময় সম্পূর্ণভাবে নিজেকে ঘর বন্দী করে নিয়েছিলেন। কিন্তু তারপরও চূড়ান্ত অবসাদে তিনি দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
পরবর্তীতে এক আত্মীয়ের কথায় সাইকেল নিয়ে ঘুরতে বেরোনোর সিদ্ধান্ত নেন। তারপরে ২০২১ সালের ৩০ শে অক্টোবর নিজের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। সঞ্জয় জানিয়েছেন, প্রাথমিকভাবে ঠিক ছিল না তিনি কোথায় যাবেন। কিন্তু যতই সাইকেল চালিয়েছেন তিনি ততই নিজেকে স্বাভাবিক অনুভব করেছেন। ফলে একের পর এক রাজ্য পেরিয়ে ২৪ টি রাজ্য ঘুরে ৮ মাস ১৪ দিন পরে গাইঘাটার গুটড়ির বাড়িতে ফেরেন সঞ্জয়। সঞ্জয়ের কথায়, “এখন আমি বুঝতে পারছি, মৃত্যু সব সমস্যার সমাধান নয়। বেঁচে থেকে লড়াই করতে হবে। ঘুরে দাড়াতে হবে।” সঞ্জয়ের ইচ্ছা, আগামী দিনে বাংলাদেশ ভ্রমণ করার এবং মৃত্যু যে সব সমস্যার সমাধান নয় সেই বার্তা সকলের মাঝে পৌঁছে দেওয়া।
এদিকে দীর্ঘদিন পরে ছেলে বাড়ি ফিরে আসায় খুশি সঞ্জয়ের মা সুচিত্রা দেবী। তিনি বলেন, “ছেলে ব্যবসায় লস করে মানসিকভাবে ভেঙে পড়েছিল। যা দেখে খুব খারাপ লাগত। দীর্ঘদিন বাড়ির বাইরে সাইকেলে করে ঘুরে বেরিয়েছে। ওকে নিয়ে খুব চিন্তা হত। এখন বাড়ি ফিরে আসায় খুব আনন্দ হচ্ছে।”