ফের আত্মহত্যা ব্লু লাইন মেট্রোয়। ভরদুপুরে ঝাঁপ মেট্রো লাইনে। এবার ঘটনায় পরিষেবা রুদ্ধ শোভাবাজারে। সূত্রের খবর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো শোভাবাজার সুতানটি স্টেশনে ঢুকতেই লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। ঘড়িতে তখন দুপুর ১২ টা বেজে ৪৫ মিনিট। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। দীর্ঘক্ষণ বন্ধ থাকল মেট্রো চলাচল। কলকাতার সবচেয়ে ব্যস্ততম মেট্রো লাইনে বারবার এই ধরনের ঘটনায় তিতিবিরক্ত যাত্রীরা।
জানা গেছে, শুক্রবার ১২টা ৪৫ মিনিটে এক ব্যক্তি শোভাবাজার মেট্রো স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দেন। লাইনে বিদ্যুৎ সংযোগ তৎক্ষণাৎ বন্ধ করে মেট্রো কর্তৃপক্ষ। যদিও তাতে আত্মঘাতী ব্যক্তিকে বাঁচানো যায়নি। তবে লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে মেট্রো চলাচল।
কলকাতায় মেট্রোলাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা নতুন নয়। গতমাসের ২৩ তারিখেও একই ঘটনা ঘটেছিল ব্লু লাইন মেট্রোয়। মেয়ের হাত ছেড়ে লাইনে ঝাঁপ দিয়েছিলেন এক মহিলা। তবে কর্তৃপক্ষ লাইন থেকে বিদ্যুৎ সংযোগ সময়মত বিচ্ছিন্ন করে দেওয়ার প্রাণে বেঁচে গিয়েছিলেন মহিলা। এই ঘটনার জন্য ৩০ মিনিটেরও বেশি সময় পরিষেবা ব্যাহত হয়েছিল। সেবার ঘটনাস্থল ছিল চাঁদনী চক স্টেশন। কলকাতায় ব্লু, অরেঞ্জ, পার্পল ও গ্রিন যতগুলি মেট্রো চলে তার মধ্যে ব্যস্ততম লাইনে বারবার আত্মহত্যার চেষ্টায় ভোগান্তির শিকার আমজনতা। প্রশ্ন উঠছে কর্তৃপক্ষের তৎপরতা নিয়েও।