one corona affected nurse commit suicide
আন্তর্জাতিক

আত্মঘাতী করোনা আক্রান্ত নার্স!‌

তিনি জানতেন মৃত্যু কাছেই। কিন্তু তারপরও সেবাকেই ব্রত মনে করেছেন তিনি। নিজের কথা না ভেবে করোনায় সংকটজনক রোগীদের সেবা করছিলেন ওই নার্স। কাজ ছিল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। ফলে ভাইরাস তাঁকে ছেড়ে কথা বলেনি। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ দেখে অপেক্ষা করেননি। সবার অলক্ষ্যে আত্মহত্যা করেন ড্যানিয়েলা ট্রেজি নামে ৩৪ বছরের ওই নার্স।
ঘটনাটি ঘটেছে করোনায় মৃত্যুপুরী হয়ে ওঠা ইতালির লম্বার্ডির এক হাসপাতালে। ইতালির ন্যাশনাল ফেডারেশন অফ নার্সেসের পক্ষ থেকে জানানো হয়, ভাইরাস ছড়াতে পারে এই আশঙ্কায় অত্যন্ত স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছিলেন ড্যানিয়েলা। করোনার ধাক্কা তিনি নিতে পারেননি।
করোনাভাইরাসে এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫০৩ জনে। তার মধ্যে ৩১ জন মেডিক্যাল টিমের সদস্য। এখন পর্যন্ত যে কোনও দেশে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯ হাজার ৩৬২ জন। যা করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকদের কিছুটা আত্মবিশ্বাস জোগাচ্ছে।