ব্রেকিং নিউজ রাজ্য

মা উড়ালপুলে ভয়ঙ্কর কাণ্ড!‌

স্থানীয়রা একটি আওয়াজ পেয়েছিলেন। কিন্তু কিসের আওয়াজ বুঝতে পারেননি। পরে যখন বুঝতে পারলেন, তখন সব শেষ। থেঁতলে গিয়েছে তাঁর মাথা, মুখ, চোয়ালের হাড় ভেঙে বেরিয়ে এসেছে। সাতসকালে মা উড়ালপুলে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। মা উড়ালপুলের সবচেয়ে উঁচু অংশ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃতের নাম প্রণব কুন্ডু।

জানা গিয়েছে, মাঝবয়সী প্রণবের বাড়ি শ্রীভূমি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রথমে তাঁরা একটি শব্দ শুনতে পান। পরে বিষয়টি দেখতে পেয়েছিলেন। মা উড়ালপুলের নীচে যে জায়গা থেকে প্রণবের দেহ উদ্ধার হয়, তাতে দেখে মনে হচ্ছে, উড়ালপুলের সবচেয়ে উঁচু অংশ থেকেই নীচে পড়েছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, উড়ালপুলের ওপর অক্ষত অবস্থায় দাঁড় করানো ছিল প্রণবের মোটরবাইক। পাশে রাখা ছিল চটি। মনে করা হচ্ছে, মোটরবাইকে এসেছিলেন প্রণব। তারপর চটি খুলে রেখে উড়ালপুলের ওপর ওঠেন। সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। কোনও রকমের দুর্ঘটনা নয় বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রণবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

তাঁর পকেট থেকে উদ্ধার হয় পরিচয়পত্র। সেখান থেকেই তাঁর নাম ও বাড়ির ঠিকানা জানা যায়। পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। পুলিশও প্রাথমিকভাবে মনে করছে, ওটি দুর্ঘটনা ঘটনা নয়। কারণ তা হলে মোটরবাইক অক্ষত থাকত না। চটিও সেভাবে রাখা থাকত না। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ খতিয়ে দেখা হচ্ছে।