জেলা ব্রেকিং নিউজ

আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।আর পরীক্ষা শুরু হতেই আত্মঘাতী হল বয়স সতেরোর এক পরীক্ষার্থী। মৃত পরীক্ষার্থীর নাম মহিমা খাতুন। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার অন্তর্গত পাইকর থানার উত্তর রামচন্দ্রপুর গ্রামে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষার প্রথম দিনেই ছিল বাংলা পরীক্ষা। সেই পরীক্ষা আশানুরূপ না হওয়াতেই এদিন রাতে নিজের ঘরেই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী।মহিমা নিম্ন মধ্যবর্তী পরিবারের মেয়ে হলেও পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ ছিল।গত কয়েকদিন ধরেই জোরকদমে পরীক্ষার প্রস্তুতিও নিলেও এদিন তাঁর বাংলা পরীক্ষা ভালো না হওয়ায় মানসিক ভাবে ভেঙ্গে পড়ে মহিমা।পরীক্ষা দিয়ে আসার পরই পরিবারকে সে কথা জানায় মহিমা।

সোমবার রাতেও অন্য দিনের মতো খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরে যায় মহিমা। মঙ্গলবার সকালে সে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকেরা ডাকাডাকি শুরু করেন। এরপর তাঁর কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় পরিবারের। ঘরের দরজা ভাঙতেই দেখা যায় তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয়দের তরফে খবর যায় পাইকর থানায়।খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।ইতিমধ্যেই পুলিশ ওই দেহটিকে উদ্ধার করে  রামপুরহাট গভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।