জেলা ব্রেকিং নিউজ

হঠাৎ ঝড়-বৃষ্টি: ব্যারাকপুর-বনগাঁয় বিঘ্নিত ভোট প্রক্রিয়া

পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে। হঠাৎই প্রবল জোরে হাওয়া বইতে থাকে। শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর ভোটকেন্দ্রের আশেপাশের একাধিক অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা। মাথা বাঁচাতে ছুটে পালানোর চেষ্টা করেন তাঁরা।

অপরদিকে গাইঘাটার ঝাউডাঙা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।

ঝড় বৃষ্টিতে ভোট প্রক্রিয়া ব্যহত হয় ব্যারাকপুরের বিভিন্ন কেন্দ্রেও। এদিন সকাল ১১টা পর্যন্ত ৩১.৩৩ শতাংশ ভোট পড়ে বনগাঁ বিধানসভায়। ব্যারাকপুরে ভোট পড়ে ২৯.৯৯ শতাংশ। তারপরেই শুরু হয় ঝড়বৃষ্টি। বিঘ্নিত হয় ভোট প্রক্রিয়া।