দিল্লির রোহিনী আদালতে আচমকা বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে। বিস্ফোরণের তীব্র শব্দ এবং আকস্মিকতায় আতঙ্ক ছড়ায় আদালত চত্বরে। আপাতত বন্ধ রাখা হয়েছে আদালতের সব কার্যকলাপ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং ফরেনসিক দল। বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ১জন।
আজ, বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ দিল্লির রোহিনী কোর্টের ১০২ নম্বর কক্ষে আচমকা বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী এবং দমকলের ৭টি ইঞ্জিন। আদালতের সব কক্ষের শুনানি বন্ধ করে আদালত চত্বর খালি করে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের ১০২ নম্বর ঘরে একটি ল্যাপটপে বিস্ফোরণ ঘটে। ব্যাগের ভিতরে থাকা ওই ল্যাপটপটির ব্যাটারির কোনও সমস্যা থাকায় এই ঘটনা ঘটেছে। সূত্রের ইঙ্গিত যে ব্যাগের ভিতরে একটি টিফিন বোমা ছিল। তবে এ সম্পর্কে এখনও কোনও নিশ্চিত তথ্য দেয়নি পুলিস। পুরো ব্যাপারটি খতিয়ে দেখছে পুলিশ। ওই ল্যাপটপটি পরীক্ষা করে দেখবে ফরেনসিক দল। এটা নেহাতই দুর্ঘটনা নাকি এর নেপথ্যে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে তা নিয়ে তদন্ত করে দেখবে পুলিশ।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে এই রোহিনী আদালতেই প্রকাশ্যে গ্যাংওয়্যারের ঘটনা ঘটে। দুষ্কৃতীরা উকিল সেজে কোর্টে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। ওই ঘটনায় মৃত্যু হয় ছ’জনের। সেই ঘটনার সঙ্গে এই বিস্ফোরণের ঘটনার কোনো মিল রয়েছে কিনা তা তদন্ত করে দেখবে পুলিশ।