আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ভয়াবহ দুর্ভিক্ষের মুখে সুদান

দুর্ভিক্ষের মুখে সুদান। সেনা ও আধা সামরিক বাহিনীর লড়াইয়ের কারণে সুদান এখন দুর্ভিক্ষের মুখে এসে দাঁড়িয়েছে। এই সংকট আগামীতে আরো বাড়বে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের প্রতিনিধি ক্লেমেন্টাইন কোয়েটা-সালামি বলেন, “সুদান এখন ভয়ংকর সহিংসতার আগ্নেয়গিরির মুখে পড়ে গেছে। লড়াই শেষ হওয়ার কোনো সংকেত নেই।” এই লড়াইয়ে ধর্ষণ, অত্যাচার ও জাতিগত সহিংসতার অভিযোগ উঠেছে। সহিংসতার জন্য ত্রাণ দেওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, “৪০ লক্ষ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। তাদের কাছে ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না।”

প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনা ও আধা সামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। তারপর থেকে দেশজুড়ে প্রায় ৯০ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। প্রচুর মানুষ মারা গেছেন। এখন এই সংঘাত ছড়িয়ে পড়েছে গোটা দেশে।