দেশ ব্রেকিং নিউজ

ফের মোদীকে নিশানা স্বামীর

অক্সিজেন বণ্টন নিয়ে টাস্ক ফোর্স গঠন করেছে সুপ্রিম কোর্ট। রবিবার তাকে ঢাল করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারকে তুলোধনা করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ভারতীয় রাজনীতির এই ‘হুইসেল ব্লোয়ার’ লিখেছেন, ‘মোদী যদি আমার গাদকারি প্রস্তাবটি মানতেন, তাহলে করোনার বিরুদ্ধে লড়াই সরকারের এক্তিয়ারের মধ্যেই থাকতো। আর এখন সুপ্রিম কোর্ট একটা কমিটি গড়েছে। যার অর্থ সলিসিটর জেনারেলের আত্মসমর্পণ, যা কি না স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই হয়েছে। গণতন্ত্রে এটা সরকারের বিরুদ্ধে ভোটের শামিল।’
এখানেই থেমে থাকেননি অর্থনীতিবিদ সুব্রহ্মণ্যম। তাঁর ট্যুইট, ‘১৯৬৯ সাল থেকে রাজ্যে মানবাধিকারের ইতিহাসে যে অবক্ষয় হয়েছে, তা বাংলার মুখ্যমন্ত্রীকে সংশোধন করতে হবে। কলকাতা থেকে আমি স্ট্যাটিটিক্সে স্নাতকোত্তর পাশ করেছি। তাই জানি, সিপিএম কীভাবে সংস্কৃতি মনস্ক বাঙালির উপর নির্যাতন চালিয়েছে।’ সুব্রহ্মণ্যম স্বামী নরেন্দ্র মোদীর বড় সমালোচক। তিনি লেখেন, ‘আমরা যুদ্ধের মতো তিনটি পরিস্থিতির মুখোমুখি— অর্থনীতি, চীন এবং করোনা মহামারী।’
সার্বিক লকডাউন ঘোষণা না হলেও সংক্রমণ রোধে বিভিন্ন রাজ্য লকডাউন ঘোষণা করেছে। যার জেরে দেশের অর্থনীতির আকাশে কালো মেঘ দেখা দিচ্ছে। ইতিমধ্যে রেটিং সংস্থাগুলি ভারতের অর্থনীতির পূর্বাভাস কমাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ধুঁকতে থাকা অর্থনীতিকে খাদ থেকে টেনে তোলাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। তার উপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ।