দেশ ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন স্বামী

কোভিড পরিস্থিতিতে ফের বিস্ফোরক রাজ্যসভায় বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। স্বামী ট্যুইট করেছেন, কোভিড মোকাবিলায় আর প্রধানমন্ত্রীর দপ্তরের উপর নির্ভর করা যায় না। ওই দপ্তর ব্যর্থ। তাই কোভিড মোকাবিলার দায়িত্ব দেওয়া উচিত নীতিন গাদকারিকে। এমনকী স্বামী আরও বলেছেন, ইতিমধ্যেই কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তখন দেখা যাবে, অল্পবয়সি ও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। সেই সঙ্কট প্রধানমন্ত্রীর দপ্তর সামলাতে পারবে না।
সুব্রহ্মণ্যম স্বামীর এই ট্যুইটের পর তুমুল জল্পনা ও চাঞ্চল্য তৈরি হয়েছে। আলোড়ন পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে, এভাবে হঠাৎ নীতিন গাদকারিকে কোভিড মোকাবিলায় নেতৃত্ব গ্রহণের দাবি করে কৌশলে কি স্বামী প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করালেন? কারণ স্বাস্থ্যমন্ত্রককে তিনি দায়ী করেননি। বরং বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীকে মহামারী মোকাবিলায় স্বাধীনতা দেওয়া হচ্ছে না। সব দায় তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের উপর চাপিয়েছেন। উল্লেখ্য, এখন মোদী সরকারের প্রধান চালিকাশক্তি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাধারণত গুরুত্বপূর্ণ যাবতীয় সিদ্ধান্ত তাঁরাই গ্রহণ করেন।
নীতিন গাদকারি অথবা রাজনাথ সিং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। তবে বর্তমানে বিজেপির অন্দরে তাঁদের প্রভাব তুলনামূলকভাবে কম। অনেকটাই থাকেন অন্তরালে। শুধুই নিজেদের মন্ত্রকের কাজ নিয়ে তাঁরা ব্যস্ত থাকেন। বিজেপির অন্দরে যে সিনিয়র নেতারা আছেন, তাঁদের মধ্যে নীতিন গাদকারি ও রাজনাথ সিংয়ের ভাবমূর্তি নরমপন্থী। তাঁদের সঙ্গে বিরোধী যে কোনও দলের নেতানেত্রীর সম্পর্কও ভালো। আগ্রাসী কট্টরপন্থাও দেখা যায় না তাঁদের মধ্যে। কোভিড সঙ্কটের মধ্যে হঠাৎ গাদকারিকেই কেন যোগ্যতম নেতা হিসেবে স্বামী তুলে ধরলেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।