বরাবরের মতো এবারও কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুললেন বিজেপি’র সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। পেট্রোল–ডিজেলের দাম নিয়ে নাভিশ্বাস উঠেছে আমজনতার। পেট্রোপণ্যের দামবৃদ্ধি হলে মধ্যবিত্তের হেঁশেলে সরাসরি তার প্রভাব পড়ে। সেখানে এবারের বাজেটে পেট্রোপণ্যের উপরই সেস চাপাল কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন সুব্রহ্মণ্যম স্বামী।
দলের একাধিক নীতির বিরুদ্ধে বারবার তাঁকে সরব হতে দেখা গিয়েছে। এবারও তার ব্যতিক্রম হল না। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে অভিনব কায়দায় ঠুকলেন রাজ্যসভার এই সাংসদ। নিজের টুইটার হ্যান্ডেল থেকে মঙ্গলবার সকালে একটি লেখা টুইট করে তিনি লেখেন, রামের ভারতে পেট্রোলের মূল্য ৯৩ টাকা। সীতার নেপালে ৫৩ টাকা এবং রাবণের লঙ্কায় মাত্র ৫১ টাকায় প্রতি লিটার পেট্রোল পাওয়া যায়।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের দাম। মনে করা হয়েছিল, এই বাজেটে পেট্রোপণ্যের উপর আমদানি শুল্ক কমিয়ে আমজনতাকে একটু স্বস্তি দেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু আমদানি শুল্ক কমল ঠিকই। বদলে চাপানো হল কৃষি সেস। প্রতি লিটার ডিজেলে দিতে হবে ৪ টাকা ও পেট্রোলের প্রতি লিটারে আড়াই টাকা করে কৃষি সেস গুনতে হবে। সুতরাং খুচরো বাজারে পেট্রোপণ্যের দামে খুব বেশি হেরফের হচ্ছে না।
এদিনও কলকাতায় পেট্রোল–ডিজেলের দাম লিটার পিছু ৮০ টাকার বেশি রইল। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ টাকা ৬৯ পয়সা আর ডিজেলের দাম ৮০ টাকা ০৮ পয়সা।
