নন্দীগ্রাম মামলা পিছোনোর জন্য হাইকোর্টে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর আবেদনে জানিয়েছেন, সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন। সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পিছনো হোক হাইকোর্টের শুনানি। এই আবেদনের ফলাফল কি হতে চলেছে তার উত্তর জানা যাবে আজ। আজ দুপুরে এই মামলার শুনানি রয়েছে বিচারপতি শম্পা সরকারের এজলাসে। তবে, এদিন মামলাটি শুনানির জন্য প্রাথমিক তালিকায় সূচিবদ্ধ হয়েছে। যার ফলে সোমবার সুপ্রিম ও হাইকোর্টে একসঙ্গেই শুনানি হওয়ার কথা রয়েছে নন্দীগ্রাম মামলার।
সুপ্রিম কোর্টে বা দেশের অন্য কোনও কোর্টে নন্দীগ্রাম মামলা স্থানান্তর করতে চেয়ে আগেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের জয়ী বিধায়কের বক্তব্য সুপ্রিম কোর্টে যে মামলা বা তাঁর কোনও অংশ বিচারাধীন, তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেন কলকাতা হাইকোর্টে দাখিল হওয়া নন্দীগ্রাম মামলা নিয়ে কোনও পদক্ষেপ না গ্রহণ করা হয়। সেই দাবি রেখেই মামলা পিছোনোর আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা। তবে এই আবেদন নিয়ে বিরোধীপক্ষ তথা রাজ্যের শাসকদলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাইকোর্ট এই আবেদনের শুনানির কী রায় দেন তা জানার অপেক্ষায় দুই পক্ষই।