একটা সময় ঠেলা গাড়ি করে লেবুজল আইসক্রিম বিক্রি করতেন। আজ সেই রাস্তা দিয়ে ছুটে যায় তাঁর হুটার বাজানো লালবাতির গাড়ি। রূপোলি পর্দার গল্প মনে হলেও আজ এটাই বাস্তব। আর যিনি এটাকে বাস্তব করেছেন তিনি অ্যানি সিবা। বয়স ৩১। এখন তিনি কেরলের তিরুঅনন্তপুরমের ভারকালা থানার সাব ইনস্পেক্টর।
কলেজে পড়ার সময় কিছু ভুল সিদ্ধান্তে পড়ে তাঁর জীবন। সেখান থেকে ঘুরে দাঁড়ান অ্যানি সিবা। কলেজের প্রথম বর্ষে পড়ার সময় প্রেমে অন্ধ হয়ে ওঠেন তিনি। প্রেমিকের সঙ্গে লিভ-ইন করার সিদ্ধান্ত নেন। থাকতে শুরু করেন তাঁর সঙ্গে। এরপর গর্ভবতী হয়ে পড়েন অ্যানি। সেই মুহূ্র্তে তাঁকে ফেলে পালিয়ে যান প্রেমিক। কী করবেন কোথায় যাবেন বুঝে উঠতে পারছিলেন না অ্যানি। আবার বাড়িতে ফিরে আসার মুখ ছিল না তাঁর।
অবশেষে সন্তানের জন্ম দেন অ্যানি। ছেলে হয় তাঁর। তারপর সন্তানকে নিয়ে বাবা মায়ের কাছে যান। কিন্তু তাঁরা বাড়ির দরজা থেকেই তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর একটি বাড়ি ভাড়া নেন। পেট চালানোর জন্য সন্তানের মুখে দুটো খাবার তুলে দিতে মশলা, সাবানের ব্যবসা শুরু করেন। রাস্তায় রাস্তায় লেবু জল, আইসক্রিমও বিক্রি করেন। সেই রোজগারের টাকা জমিয়ে নিজের পড়াশোনার সঙ্গে সন্তানকে মানুষ করতে থাকেন অ্যানি।
জমানো টাকায় শেষ করেন স্নাতক। এরপর ২০১৪ সালে তিরুঅনন্তপুরমে পুলিশের পরীক্ষার জন্য একটি কোচিং সেন্টারে ভর্তি হন অ্যানি। চাকরির পড়াশোনা করতে থাকেন। একা হাতে সবদিকটা সামলাচ্ছিলেন অ্যানি। ২০১৬ সালে পুলিশের পরীক্ষায় উত্তীর্ণ হন। চাকরি পান তিনি। ২০১৯ সালে এসআই পদের পরীক্ষায় বসেন। তাতেও ভাল ফল করেন। ২০২১ সালে সাব–ইনস্পেক্টর হয়ে ফিরে আসেন অ্যানি।