একসঙ্গে ৬৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত। যার জেরে তড়িঘড়ি বন্ধ করা দেওয়া হল স্কুল। ওড়িশার একটি স্কুলের ঘটনা।যা নিয়ে রীতিমতো চিন্তায় চিকিৎসক মহল। ফের কি তবে নতুন করে থাবা বসাতে চলেছে করোনা। একসঙ্গে এতজন পড়ুয়া আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে। অন্য স্কুলগুলিতেও ছেলেমেয়েদের স্কুলে আসতে দিতে চাইছেন না অভিভাবকরা। কি হবে এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ তা নিয়ে চিন্তায় শিক্ষকমহল।
দৈনিক আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য কম। তবুও দেশের করোনা পরিসংখ্যানে তেমন স্বস্তি মিলছে না। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, সামান্য কমেছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৩২০৭ জন, রবিবার যা ছিল ৩৪০০-র বেশি। একদিনে মৃত্যু হয়েছে ২৯ জনের। যা আগের দিনের তুলনায় খানিকটা কম।সপ্তাহের প্রথম দিনে দেশের করোনা সংক্রমণ খানিকটা নিম্নমুখী।কমল মৃত্যুও। তবে অস্বস্তির কাঁটা কিছুতেই যাচ্ছে না দেশ থেকে।
ভারতের পাশাপাশি করোনা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার উৎসস্থল চিনে। ইতিমধ্যেই করোনার প্রকোপে পিছিয়ে দিতে হয়েছে এশিয়ান গেমস। আজ থেকে সাংহাই এবং বেজিংয়ে নতুন করে গণহারে টেস্টিং করা শুরু হচ্ছে। বলা হচ্ছে চিন এই মুহূর্তে করোনায় সবচেয়ে ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।