বিনোদন ব্রেকিং নিউজ

পড়ুয়াদের তৈমুর সংক্রান্ত প্রশ্ন, বিপাকে স্কুল কর্তৃপক্ষ

ফের বিতর্কে জড়াল তৈমুরের নাম। জানা গিয়েছে, এক পরীক্ষায় তৈমুর আলি খান সম্পর্কিত একটি প্রশ্ন জিজ্ঞাসা করা নিয়ে প্রচুর হৈচৈ পড়ে যায় এবং অনেক অভিভাবকও এটি নিয়ে অভিযোগ জানিয়েছেন।

ঘটনা মধ্যপ্রদেশের খান্ডোয়ার একাডেমিক হাইটস পাবলিক স্কুলে। সেখানে সাধারণ জ্ঞানের পেপারে কারেন্ট অ্যাফেয়ার্সে একটি প্রশ্ন করা হয়। প্রশ্ন ছিল- করিনা কাপুর খান এবং সইফ আলি খানের ছেলের নাম কী? শিক্ষার্থীদের এই প্রশ্ন করার সাথে সাথে কেউ একজন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। আর তারপরই বিতর্ক শুরু।

অভিভাবকরা এই প্রশ্নে গভীর আপত্তি জানিয়ে বলেন, শিশুদের কাছে যদি কিছু জিজ্ঞেস করতেই হয় তাহলে দেশের বীরাঙ্গনা ও মহাপুরুষদের নিয়ে প্রশ্ন করা হোক। স্কুলের বাচ্চাদের কী এখন মনে রাখতে হবে চলচ্চিত্র জগতের কোন শিল্পীর সাথে কী হয়েছিল এবং তার নাম কী?

শিক্ষক-অভিভাবক সমিতির পক্ষে ডঃ অনিল আরঝারেও এই বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষক-অভিভাবক সমিতির অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা আধিকারিক খান্ডোয়া সঞ্জীব ভালেরাও স্কুলে একটি নোটিশ জারি করে বলেন, বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে পরীক্ষায় এই ধরণের প্রশ্ন না করা হয়।

তবে যাকে নিয়ে এত শোরগোল সেই তৈমুরের মা করিনা এইমুহূর্তে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এমনকি ছেলে তৈমুরের জন্মদিনেও তার সঙ্গে দেখা করতে পারেননি তিনি। করিনা কাপুর তার ছেলে তৈমুরকে সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর ছবি শেয়ার করে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, তৈমুরের জন্মের সময় করিনা এবং সইফ আলি খানকে পুত্রের নাম নিয়ে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। এরপর তার ছোট ছেলে জাহাঙ্গীরের নাম নিয়েও একইভাবে সমালোচনার মুখে পড়তে হয়।