জেলা

শিলিগুড়িতে একাধিক দাবীতে ছাত্র মিছিল

 একাধিক দাবীতে ছাত্র মিছিল শিলিগুড়িতে। শনিবার বিভিন্ন দাবী দাওয়া জানিয়ে দার্জিলিং জেলা এসএফআইয়ের তরফে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মহাত্মাগান্ধী চক পর্যন্ত একটি মিছিল করা হয়।এই মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা ভারতীয় ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাগর শর্মা, জেলা সম্পাদক শংকর মজুমদার সহ অন্যান্যরা।

সাগর শর্মা বলেন, শিলিগুড়িতে কোনো ফার্মেসি কলেজ নেই। বাইরে গিয়ে পড়াশুনা করতে হয় তাই শিলিগুড়িতে ফার্মপসি কলেজ সহ আর্ট কলেজের দাবী রাখা হয়েছে। চম্পাসারীতে কলেজ না থাকায় ১০ কিমি পথ অতিক্রম করে শিক্ষার্থীদের কলেজে পড়তে যেতে হয়। তাই চম্পাসারীতে একটি কলেজের দাবী রাখা হয়েছে। পাশাপাশি করোনা আবহে মদের দোকান থেকে শুরু করে শপিং মল এমনকি সিনেমা থিয়েটারও খুলে যাচ্ছে। অথচ বন্ধ স্কুল কলেজ। অনলাইনে পঠন পাঠনের ফলে প্রচুর পড়ুয়া পড়াশুনা থেকে বঞ্চিত হচ্ছে। তাই অবিলম্বে ছাত্র ছাত্রী ও শিক্ষাকর্মীদের টিকাকরণ সম্পন্ন করে স্কুল কলেজ খুলতে হবে। এছাড়া আগামী ১৩ তারিখ শিলিগুড়ির বর্ধমান রোডে এসএফআইয়ের ২৯ তম সম্মেলন। এই সম্মেলনকে সফল করার উদেশ্যেও এই মিছিল।👇🏻