ব্রেকিং নিউজ রাজ্য

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের পদ্ধতি ঘোষণা হয়তো আজই

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। এই রাজ্যেও করোনার বাড়বাড়ন্ত। ফলে চলতি বছরের দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বাতিল করেছে রাজ্য সরকার। কিন্তু কিভাবে পরীক্ষার্থীদের নম্বর মূল্যায়ন হবে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। যদিও গত ৭ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে, তা জানিয়ে দেওয়া হবে সাত দিনের মধ্যে। পরীক্ষা না-হলে মূল্যায়ন কী ভাবে হবে, সেই বিষয়ে মতামত দেওয়ার জন্য যে-বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছিল। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার সরকারের পক্ষ থেকে জানানো হতে পারে কিভাবে হবে মূল্যায়ন।

রাজ্যের শিক্ষা দফতর সূত্রে খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের মাধ্যমিকে পাওয়া নম্বরকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানানো হয়েছে। সে-ক্ষেত্রে পড়ুয়ার দ্বাদশ শ্রেণির ল্যাবরেটরি-ভিত্তিক বিষয়ে ৩০ নম্বরের প্র‌্যাক্টিক্যাল এবং ‘নন-ল্যাব’ বিষয়গুলির ২০ নম্বরের প্রজেক্টের নম্বরের সঙ্গে মাধ্যমিকে পাওয়া নম্বরকে গুরুত্ব দিয়ে চূড়ান্ত মূল্যায়ন করা হতে পারে। অপরদিকে, মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের সঙ্গে পড়ুয়াদের দশম শ্রেণির অন্তর্বর্তী মূল্যায়নে পাওয়া নম্বর নিয়ে চূড়ান্ত ফল তৈরির কথা ভাবা হয়েছে।