জেলা

বাতিল হলো স্টুডেন্টস ক্রেডিট কার্ড

পড়াশোনার মান উন্নত নয়। তাই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের বেশিরভাগ আবেদনই বাতিল করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৩৫০টি আবেদন বাতিল হয়েছে। ঋণ মঞ্জুর না হওয়ার একাধিক কারণ দেখিয়েছে তারা। তার মধ্যে অন্যতম হল পড়াশোনা সংক্রান্ত কারণ। দ্বিতীয় কারণ, ঋণের আবেদনপত্রে পড়ুয়ারা কোনও না কোনও শর্ত পূরণ করেননি। যেসব ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাঁরাও এবার এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে সেটি শুরু হচ্ছে বলে দপ্তর সূত্রে খবর।

সূত্রের খবর, এখনও পর্যন্ত ৭১ হাজার আবেদন জমা পড়েছে। ঋণ মঞ্জুর হয়েছে ২৩০ জনের। সবুজ সঙ্কেত পাওয়ার অপেক্ষায় ১৮ হাজারের মতো আবেদন। কিন্তু এর মধ্যে যেসব আবেদনপত্র পরীক্ষার কাজ শেষ হয়েছে, তার মধ্যে বাতিলের সংখ্যাই বেশি।

নদীয়া ও হুগলি থেকেই বেশি আবেদন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। এই দুই জেলায় যত পড়ুয়ার ঋণ মঞ্জুর হয়েছে, তার থেকে কয়েক গুণ বেশি বাতিল হয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। শিক্ষামহলের দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের মনে হয়েছে, মেধাবী পড়ুয়া না হলে ভালো চাকরি তারা নাও পেতে পারেন। সেক্ষেত্রে ঋণের টাকা শোধ করতে সমস্যা হতে পারে।

আবার কারও সিবিল স্কোর অনেকটা কম। যেমন হুগলির দুই পড়ুয়া যথাক্রমে ৩২ এবং ৫০ হাজার টাকা ঋণ চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু দু’জনের পড়াশোনার মান সন্তোষজনক নয় বলে তা বাতিল করে দেওয়া হয়েছে। ঋণের ফর্ম পূরণে নানা ভুলভ্রান্তি করছেন ছাত্রছাত্রীরা। দপ্তরের কাছে পাঠানোর আগে সেসব ফের তাঁদের কাছে ফিরিয়ে দিচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। সেরকম প্রায় ২৩ হাজার আবেদন ফেরানো হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১৩টি জেলা ও মহকুমায় কোনও আবেদন বাতিল হয়নি।