রাজ্য সরকারের নতুন প্রকল্প দুয়ারে সরকারের এক অন্যতম অঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আজ রাজ্যের পাঁচ হাজার ছাত্র-ছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবে। এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একাধিক প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার মধ্যে অন্যতম হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫০০০ ছাত্র-ছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন,’ ইতিমধ্যেই ১ হাজার ৫৪২ কোটি টাকা অনুমোদন হয়ে গিয়েছে। আমরা কোনো সুযোগ পাইনি।যতক্ষণ না আমাদের সরকার এসেছে ততক্ষণ শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হয়নি বাংলায়।দেশ গঠনের ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ছাত্র-ছাত্রীদের যেরকম ট্যাব দেওয়া হচ্ছে আগামী দিনেও দেওয়া হবে। সাইকেল দেওয়া হবে। সাধারণ পরিবারের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করে দিয়েছে একমাত্র তৃণমূল সরকার। বর্তমানে স্কুলছুটের সংখ্যা কমেছে।’
তিনি আরো বলেন এখন থেকে অর্থের জন্য কারও উচ্চশিক্ষা আটকাবে না। রাজ্য সরকারের নতুন প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডে খুব অল্প পরিমাণ ঋণ দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই কার্ডের জন্যে এপ্লাই করেছেন ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই প্রায় কুড়ি হাজার ছাত্রছাত্রীর ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।
ইতিমধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে।স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে দরিদ্র মেধাবী পড়ুয়ারা যাতে বঞ্চিত না হয় সেকে বারবার নজর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আসতে পেরে খুশি পড়ুয়ারা।