জেলা ব্রেকিং নিউজ

চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে ছাত্র পরিষদের বিক্ষোভ

টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে শুক্রবার দুপুরে হাবরা স্টেশন সংলগ্ন যশোর রোডের ওপর প্রতিবাদে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদের নেতা কর্মীরা।

এদিন যশোর রোডের ওপর অবস্থান বিক্ষোভ সামিল হন ছাত্র পরিষদের নেতাকর্মীরা, বৃহস্পতিবার রাতে করুণাময়ীতে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ওপর পুলিশের নির্মম অত্যাচার তারই প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভে সামিল হয়েছে জাতীয় কংগ্রেস তারই পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা ছাত্র পরিষদের ডাকে হাবরা শহর ছাত্র পরিষদের পরিচালনায় যশোর রোড করে প্রতিবাদ দেখাতে শুরু করে ছাত্র পরিষদের নেতাকর্মীরা। এর ফলে প্রায় আধ ঘন্টা যশোর রোড অবরুদ্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবরা থানার পুলিশ।

ছাত্র পরিষদের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার পর অবশেষে যশোর রোড থেকে অবরোধ তুলে দেয় হাবরা থানার পুলিশ। ছাত্র পরিষদের নেতাকর্মীদের দাবি অবিলম্বে রাজ্য সরকারকে এর সুরাহা করতে হবে না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস ও ছাত্র পরিষদ।

পাশাপাশি অশোকনগরে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট। বামফ্রন্টের বিক্ষোভ সমাবেশকে ঘিরেই এদিন রণক্ষেত্র পরিস্থিতি অশোকনগরে। পুলিশকে ঘিরে চলে ধাক্কাধাক্কি। ঘটনায় ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন মহিলাকে। পুলিশেরও বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দুজন কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে আসে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসেন হাবরা থানার পুলিশ কর্মীরাও।  দীর্ঘক্ষণ যানজট থাকার পর, পুলিশের সহায়তায় স্বাভাবিক হয় যান চলাচল।