ফের কাঁপল ধরিত্রী। বুধবার ফিলিপিন্সে শক্তিশালী ভুমিকম্প অনুভুত হয়েছে।
বুধবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৪। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতি ও আফটারশকের আশঙ্কা করছে ফিলিপিনো কর্তৃপক্ষ।
রয়টার্স জানিয়েছে, ফিলিপিন্সের মিন্দানাওতে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বুধবার জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সি দেশটির দাভাও ওরিয়েন্টাল প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প রিপোর্ট করেছে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের জেরে তারা ক্ষয়ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করছে।