কেঁপে উঠল ফিলিপিন্স। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে,মঙ্গলবার ভোররাতে ২টো নাগাদ দক্ষিণ ফিলিপিন্সের মিনাদাও দ্বীপে জোরাল কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর আফটার শকও হয়। যদিও ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে ধস নেমেছে জাতীয় সড়কে। আবারও আফটার শক হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, সোমবারই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নিকোবর দীপপুঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গিয়েছে,সোমবার ভোর ৫টা নাগাদ কম্পন অনুভূত হয়। নিকোবর দ্বীপের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ায় এবং ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় সুনামির সতর্কতা জারি করা হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।