বাংলাদেশ

রাস্তা ধোয়া হল ঢাকায়

কলকাতার মতোই ঢাকার রাস্তা ধোয়া হল ১০ চাকার জলযান দিয়ে। এমনকী ছেঁটানো হয় করোনাভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক স্প্রে। কলকাতাতেও এমন চিত্র দেখা গিয়েছে। এবার তা দেখা গেল ঢাকায়। যা দেখে ঢাকার জনগণ আপ্লুত।
ঢাকার গুলশান–আমেরিকার দূতাবাস সংলগ্ন কূটনৈতিক এলাকার প্রধান সড়ক, ফুটপাত এবং আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় জীবাণুমুক্ত রাখতে নৌবাহিনী এই কাজ করে। এরপর খিলক্ষেত এলাকার স্থানীয় গরীব, দুঃস্থ এবং অসহায় মানুষের কাছে জীবাণুনাশক সাবান–সহ মাস্ক, চাল, ডাল, আলু ও বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন তাঁরা। সচেতন করতে বার্তা দেন তাঁরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মহম্মদ রেজা উল–করিম শাম্মী জানান, ঢাকার বাইরে কুতুবদিয়া, মহেশখালী, বরগুনা, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা, তালতলী–সহ সমুদ্র ও উপকূলীয় প্রত্যন্ত এলাকাগুলিতে সচেতনতামূলক কাজ করেছে নৌবাহিনী। জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিংয়ের পাশাপাশি বিভিন্ন সচেতনতায় লিফলেটও বিতরণ করেছেন।