রাজ্য লিড নিউজ

নিজাম প্যালেস থেকে সোজা এসএসকেএমে অনুব্রত

প্রায় ৪ঘন্টা ধরে সিবিআই জিজ্ঞাসাবাদের পর ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, এ দিন তিন দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। নিজাম প্যালেস থেকে বেরিয়ে এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল নেতা।

বৃহস্পতিবার, সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সকাল ১০টা ১০ মিনিট থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের শুরুতেই সিবিআই আধিকারিকদের অনুব্রত জানান, ২টোর সময় তাঁকে চিকিত্‍সকের কাছে যেতে হবে। আগে থেকেই সময় নেওয়া রয়েছে। সেই মত এ দিন ২টোর সময় ছেড়ে দেওয়া হয় তৃণমূল নেতাকে। যদিও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বলে খবর।অর্থাত্‍, তা এখনও অসম্পূর্ণ রয়েছে। যে কারণে, তাঁকে আবারও ডাকা হবে। সেটা আজ বা কালও হতে পারে।

একই সঙ্গে জানা গিয়েছে, চার ঘণ্টার জিজ্ঞাসাবাদে অনুব্রত যে বয়ান দিয়েছেন, তা খতিয়ে দেখা হবে। ধৃত এবং সাক্ষীরা যে বয়ান দিয়েছেন, এমনকী ইলামবাজারে যিনি হাট চালান, তাঁর বয়ানের সঙ্গে অনুব্রতর বয়ান মিলিয়ে দেখা হবে বলে খবর।

গত ৬ এপ্রিলও তাঁকে তলব করা হয়। কিন্তু আগের দিন বীরভূম থেকে কলকাতায় পৌঁছলেও পরের দিন নিজাম প্যালেসে যেতে পারেননি তিনি। অসুস্থ বোধ করায় অনুব্রত ভর্তি হন এসএসকেএম হাসপাতালে।