দেশ ব্রেকিং নিউজ

বন্ধ সরকারি ডায়েরি–ক্যালেন্ডার ছাপা

কেন্দ্রীয় সরকারের এখন দেউলিয়া অবস্থা। অথচ পিএম কেয়ারস তহবিলে আসছে কোটি কোটি টাকা। এটা অবশ্য তাদেরই দাবি। সেখানে করোনা আর লকডাউনের ধাক্কায় নাকি তারা বেসামাল। তাই কেন্দ্রীয় ভাঁড়ারে টান পড়েছে৷ এই পরিস্থিতিতে খরচে রাশ টানার পাশাপাশি বার্ষিক পালাপার্বণ সংক্রান্ত খরচের উপরেও কড়া নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার৷ সুতরাং বন্ধ হয়ে যাচ্ছে সরকারি ডায়েরি, ক্যালেন্ডার এবং বিভিন্ন উৎসবের শুভেচ্ছা কার্ড ছাপা৷
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে খবর, এই ক্যালেন্ডার ও ডায়েরি ছাপাতে গিয়ে প্রতি বছর কয়েকশো কোটি টাকা খরচ হয়৷ এখন যা অবস্থা তাতে গোটা দেশে প্রবল আর্থিক মন্দা তৈরি হয়েছে। সেই মন্দার সঙ্গে লড়াই করতে সরকারের এই সিদ্ধান্ত। পরিবর্তে ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল ক্যালেন্ডার ও ডায়েরি ব্যবহারের উপরে জোর দিচ্ছে কেন্দ্র৷
উল্লেখ্য, সরকারি অফিসে ডায়েরি এবং ক্যালেন্ডার ছাপার চল এই দেশে চালু দীর্ঘদিন ধরে৷ নতুন বছরের শুরুতে প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মীর জন্যই বরাদ্দ থাকত সুদৃশ্য ক্যালেন্ডার ও ডায়েরি৷ অনেক সাধারণ মানুষও এগুলি পাওয়ার জন্য আগে থেকেই বলে রাখতেন। এবার করোনার কোপে পড়ে গেল সেই প্রথাও! তবে করোনাকে অজুহাত হিসাবে তুলে ধরে এটা খরচ বাঁচানোর কৌশল বলে মনে করা হচ্ছে।