Mamata Bandyopadhyay advised to corona affected patient for home quarantine.
রাজ্য

‘‌রাজনীতি করা বন্ধ করুন’‌ কেন্দ্রকে তোপ মমতার

এতদিন চুপচাপ ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী বাড়ির আলো নিভিয়ে প্রদীপ জ্বালাতে বলার পরই ফুঁসে উঠলেন তিনি। কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বললেন, এই পরিস্থিতিতে রাজনীতি করা বন্ধ করুন। এটা রাজনীতি করার সময় নয়। নবান্নে সাংবাদিক বৈঠকে নাম না করে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় কেন্দ্রের কাছ থেকে সাহায্য মিলছে না বলে ক্ষোভ উগরে দেন।
নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌করোনা মোকাবিলায় রাজ্য পুরোদমে কাজ করার চেষ্টা করছে। কাজ করতে গেলে কিছু ভুল হয়। যারা কাজ করে তাদেরই ভুল হয়। জল তুলতে গেলে এক মগ জল পড়ে যেতেই পারে, তা নিয়ে দোষ ধরলে চলবে না। এই পরিস্থিতিতে রাজ্য রেশন পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। গোটা রাজ্য ক্ষতির মুখে, তারপরও রাজ্য আগামী ২ মাসের পেনশন দিচ্ছে, বেতন ঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি।’‌
রক্তসঙ্কট মেটাতে কলকাতা পুলিশ যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছে, তার কৃতিত্ব স্বীকার করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলা পুলিশের এই ভূমিকা মডেল। রাজ্য সবরকম ব্যবস্থা নিচ্ছে। করোনা মোকাবিলায় সময় না দিয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে সব স্বাভাবিক হতে একটু সময় লাগবে। এলাকায় করোনা হাসপাতাল তৈরিতে বাধা দেবেন না। সরকার ঠিক করবে কোন কোন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হবে। বাধা দিলে মহামারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, রাজ্যে করোনা আক্রান্তের অনেকেই সুস্থ হচ্ছেন। বৃহস্পতিবার তিন জন সুস্থ হয়েছেন। শুক্রবার আরও ৯ জন বেরোবেন। মোট ১২ জন সুস্থ হয়েছেন। লকডাউন মানার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করেন তিনি। আর বলেন, ঘরের বাইরে অযথা কেউ বেরোবেন না। ঘরে থাকুন। ঘরই আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভয় পাবেন না। করোনার বিরুদ্ধে আমরা জিতবই।